Showing posts with label stock portfolio. Show all posts
Showing posts with label stock portfolio. Show all posts

Wednesday, August 24, 2016

স্টক পোর্টফোলিও কি? / What is Stock portfolio?

 আপনি যদি নতুন ইউসার হন বা আগে কোনো শেয়ার না কিনে থাকেন তাহলে পেজ টা ব্ল্যান্ক থাকবে,
আর যদি আপনি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে সেই শেয়ার এর এন্ট্রি পোর্টফোলিও তে দেখতে পাবেন না.
আপনি যদি কোনো শেয়ার আগে কিনে থাকেন তাহলে এই পেজ এ সেই কেনা শেয়ার এর ডিটেলস আপনি দেখতে পাবেন. যেমন :
1. শেয়ার টি আপনি কত টাকায় কিনেছেন (Buying  price)
2. শেয়ার টি আপনি কত গুলো কিনেছেন (Quantity )
3. ওই শেয়ার টি তে টোটাল আপনি কত ইনভেস্ট করেছেন (Total  Amount)
4. ডে গেইন/ডে লস (Day gain /Day Loss)

এর মানে হলো আজ ওই শেয়ার টার উপর কত লাভ বা লস হয়েছে

5. এছাড়া হলো টোটাল গেইন / টোটাল লস টাও দেখতে পাবেন

6. Buy /Sell  এর অপসন ও খানেই পাবেন,যেখানে ক্লিক করে আপনি তখন ই ওই শেয়ার তাকে buy /sell করে দিতে পারেন (অবশ্যই সেই সময় টা মার্কেট hour  এর মধ্যে হতে হবে)