Wednesday, August 24, 2016

শেয়ার কি ভাবে আপনি কিনবেন এবং বেচবেন? / How will you start buying and selling shares?

ধরে নিচ্ছি আপনার কাছে এখন একটি একটিভ demat একাউন্ট ও তার লগ ইন ডিটেলস আছে.
যদি জানতে চান একাউন্ট কিভাবে খুলবেন তাহলে আমার আগের পোস্ট টি একবার পড়ুন,নিচের লিংক এ ক্লিক করুন:

শেয়ার মার্কেট এ ইনভেস্ট করার প্রথম ধাপ গুলি কি কি?

এবার আপনি নিজের একাউন্ট এ লগইন করুন,লগইন করলেই দেখতে পাবেন সেখানে অনেক লিংক এবং অনেক ট্যাব রয়েছে,সেগুলোর দিকে এখন তাকাবেন না,শুধু আমি যেগুলো বলছি সেগুলো একটা একটা করে ফলো করুন.

1. প্রথম লিংক যেটা আপনি দেখবেন সেটা হলো পোর্টফোলিও (Portfolio),

জানতে  নিচের লিংক এ ক্লিক করুন  :

স্টক পোর্টফোলিও কি?

2. এরপর আপনি যে লিংক টা দেখবেন সেটা হলো ট্রেড(buy / Sell)

  • এই লিংক এই আপনি পাবেন একটি শেয়ার কে buy / sell করার option
  • এছাড়া এখানে আপনি Order বুক/ trade বুক এর লিংক ও পাবেন ,এবার ব্যাপার হলো অর্ডার বুক/ট্রেড বুক এ কি হয় ?

 ধরুন একটি শেয়ার A এর দাম চলছে 40.30, এবার আপনি ঠিক করলেন সেটা 38 টাকায় এলে তবেই কিনবেন, তখন আপনি তখন A শেয়ার টিতে গিয়ে 100 quantity  র  একটি buy  অর্ডার বসলেন 38 এ,

buy /sell অর্ডার কিভাবে বসাবেন সেটা আমি ডিটেলস এ পরে এক্সপ্লেইন করছি,আগে এই প্রাথমিক জিনিস গুলো জেনে নেয়া দরকার.

 যেহেতু শেয়ার তীর এখন দাম 40.30 তাই এই অর্ডার টি আপনার ট্রেড বুক এ গিয়ে অ্যাড হবে "Pending " স্টেটাস দিয়ে,কিনতু ট্রেড বুক এ এখন ই অ্যাড হবে না কিছু,যদি শেয়ার টি কোনো সময় 38 এ আসে তাহলে আপনার অর্ডার টি সুকসেসফুলি execute হয়ে যাবে,তখন অর্ডার বুক এর স্টেটাস দেখাবে "Executed" এবং ট্রেড বুক এ একটি এন্ট্রি অ্যাড হয়ে যাবে.

3. এছাড়াও আপনি আরো অপসন পাবেন ট্রেড মেনু র মধ্যে যেমন হলো "Total Position book ", এই অপসন টি কাজে লাগে যদি আপনি ইন্টরা ডে ট্রেডিং করেন,এই অপসন এ ক্লিক করলেই দেখিয়ে ডে আজ আপনার কত টোটাল লাভ বা লোকসান হলো

4. তা ছাড়া একাউন্ট অপশন এ দিয়ে আপনি দেখতে পারেন কত টাকা আপনার শেয়ার এর জন্যে এলোকেট করা আছে etc .


ব্যাস এই কটি লিংক এর কাজ দেখে নিলেই আপনি স্বচ্ছন্দে ট্রেডিং শুরু করতে পারেন,নিজে নিজে আরো জিনিস খুঁজে বার করুন ,বেশ ভালো লাগবে, গুড লাক :)

3 comments:

  1. If you are located in Kolkata India then you can learn Indian stock market share trading, option trading, future trading, currency and commodity trading in the share market training centers in Kolkata at Jadavpur Baruipur in India

    ReplyDelete
  2. আর কোনো ব্লগ পাচ্ছি না কেন sir

    ReplyDelete
  3. খুব ভালো লিখেছেন - এর সাথে বিক্রম চৌধুরীর শেয়ার ট্রেডিং এর ওপর এই বইটিতেও খুব ভালো বিশ্লেষণ করা আছে . Best share trading book in Bangla by Bikram Choudhury

    ReplyDelete