Friday, August 26, 2016

একটি স্টক এর BUY বা SELL অর্ডার কি ভাবে দেবেন? / How to place a buy or sell order of a stock?

প্রথম এ আপনাকে ট্রেড মেনু র মধ্যে buy / sell করার অপসন তা খুঁজে বের করতে হবে,তারপর আপনি নিচের এই স্টেপ গুলো ফলো করুন :

প্রথম এ আমি গেলাম ট্রেড মেনু র মধ্যে  :



1. buy তে ক্লিক করলাম , এবং ক্লিক করলেই নিচের বাক্স তীর মতো একটি পেজ খুলবে,এই পেজ তা বিভিন্ন ট্রেডিং সাইট এ বিভিন্ন ডিসাইন এর হতে পারে, কাজেই একটু দেখে করবেন



এই উইন্ডো তে আপনি BUY / SELL সিলেক্ট করতে পারেন


2 . ধরুন একটি উদাহরণ হিসেবে আমি CEAT এর শেয়ার কিছু BUY করতে চাই,তো আমি SYMBOL এর জায়গায় গিয়ে CEAT টাইপ করলাম,টাইপ করলেই দেখতে পাবেন নিচে একটি ড্রপডাউন মেনু তে শেয়ার এর লিস্ট চলে আসছে,ব্যাস ওখান থেকে আপনি সিলেক্ট করুন কোন শেয়ার টি কিনবেন ,নিচে pic তা দেখুন  :



3. এক্সচেঞ্জ টাইপ আপনি NSE / BSE যা খুশি সিলেক্ট করতে পারেন,তবে সব শেয়ার ২ তো এক্সচেঞ্জ এই লিস্টেড থাকবে এমন কোনো কথা নেই,অনেক শেয়ার আছে যারা শুধু মাত্র BSE বা শুধু মাত্র NSE তে ট্রেড হয়.আপনি কেনার বা বেচার জন্যে যেকোনো একটি এক্সচেঞ্জ সিলেক্ট করলেন ধরলাম NSE



4. Quantity  র জায়গায় যতগুলো শেয়ার কিনতে চান সেটার no বসান,যেমন যদি 50 টা কিনতে চান তাহলে 50 বসান

5. এরপর Price BUY  টাইপ দিতে পারি , যথাক্রমে


 I.Market টাইপ কেনা
 মার্কেট এ কেনা মানে হলো যে দামে অন্য কেউ শেয়ার টি বেচতে চাইছে আপনি তার থেকে সেই দাম এ কিনে নিলেন,ঠিক কত তাকে কেউ বেচতে বা কিনতে চাইছে সেটা দেখতে BEST FIVE বাটন এ ক্লিক করুন,ইটা অনেক সাইট এ B5 ও লেখা থাকে,যেমন নিচের pic তা দেখুন

NSE তে 136 কোয়ান্টিটি কেউ বিক্রি করতে চাইছে 863.90 টাকা দামে
এবং 26 কোয়ান্টিটি কেউ বেচতে চাইছে 864.55 টাকা দামে, যদি আপনি 100 তা শেয়ার মার্কেট এ কেনেন তাহলে সেল অর্ডার গুলো যেভাবে পড়েছে সেভাবে 100 তা কোয়ান্টিটি আপনার execute হয়ে যাবে, এ ক্ষেত্রে হতেই পারে সব কোটি এক ই দামে এক্সেকিউতে হলো না,যেমন 100 তা মার্কেট এ কিনলে প্রথম 26 তা 864.55,পরের 25 তা 864.70 এবং পরের গুলো 864.85 তে কেনা হয়ে যাবে

 II .Limit টাইপ কেনা
লিমিট টাইপ হলো আপনি একটা ফিক্সড প্রাইস দিয়ে রাখলেন যদি কখনো শেয়ার টা ওই দাম এ আসে তাহলে আপনার অর্ডার execute  হয়ে যাবে ,যেমন উপরের pic এ যদি আপনি 861 টাকায় 100 টা অর্ডার করেন limit  এ,তাহলে যদি শেয়ার টা ওই দিন কখনো 861 টাকায় আসে তাহলেই আপনার বিড টা execute  হবে 

6. এরপর আরেকটি ইম্পরট্যান্ট জিনিস হলো ORDER টাইপ বা pic অনুযায়ী Product টাইপ ,
যদি আপনি লং টার্ম এর জন্যে কিনতে চান তাহলে CASH BUY /Delivery অপসন সিলেক্ট করুন ,যদি intraday করতে চান তাহলে Margin / Intraday অপসন সিলেক্ট করুন

7. এই উপরের ফিলড গুলো fillup করে অর্ডার টা সাবমিট করুন
8.অর্ডার বুক এ গেলে আপনি এর কারেন্ট স্টেটাস দেখতে পাবেন
9. Same  ভাবে নিচের পিচ্ গুলো ফলো করে আপনি শেয়ার গুলি SELL করতে পারেন





8 comments:

  1. Informative. Aro lekha chai. Amra khub upokrito hobo.

    ReplyDelete
  2. A breach of the support zone shall allow the index to tumble further till 9700 in the short term.
    Forex trading tips

    ReplyDelete
  3. Bhai ami notun invester anneak kichu sikhlam aro lekha chai

    ReplyDelete
  4. For beginners Free share trading tutorial to buy and sell shares in Indian stock market , tutorial for beginners on share trading, buy sell and book profit

    ReplyDelete
  5. Apnar lekha pore khuby upokreto hyechi.aro lekha chai apnar

    ReplyDelete
  6. Hi! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this site? I'm getting tired of Wordpress because I've had problems with hackers and I'm looking at alternatives for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.
    How do I buy shares on NZX

    ReplyDelete
  7. বিক্রম চৌধুরীর লেখা শেয়ার ট্রেডিং এর বই- শেয়ার ট্রেডিং ক্যান্ডেলস্টিক চার্ট ও টেকনিক্যাল এনালাইসিস - আপনি যদি বাংলায় শেয়ার মার্কেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পড়ুন শেয়ার বাজারের উপর বই যা পড়লে আপনি শেয়ার ট্রেডিং শিখে যাবেন। ওয়েবসাইট www.bikramchoudhury.org

    ReplyDelete