Monday, August 22, 2016

কত রকম এই ট্রেডিং হয় এবং এটা আপনি কি ভাবে শুরু করবেন? - Part 1 / How many types of trading are there and how will you start investing - Part 1?



ট্রেডিং অনেক কিছুর উপর করা যায়, যেমন হলো :

1. শেয়ার ট্রেডিং or  ইকুইটি ট্রেডিং (যেমন : Sell/Buy Any share)
2. কারেন্সী ট্রেডিং (যেমন  :রুপি  -> ডলার , ডলার  -> রুপি )
3. কমোডিটি  ট্রেডিং   (গোল্ড ,সিলভার ) Etc

আমরা মেইনলি ফোকাস করবো ইকুইটি ট্রেডিং এর উপর, নিম্নলিখিত কিছু সাইট থেকে আপনি যেকোনো শেয়ার এর লাইভ প্রাইস এবং তার history দেখতে পাবেন.
এরকম কিছু সাইট হলো :


আমি উদাহরণ দেখানোর জন্যে SBI এর শেয়ার টি ব্যবহার করবো এবং econimic times  এর ওয়েবসাইট টা নিয়ে আপনাদের বোঝাবো, ইন্ডিয়া তে মেইনলি 2 টি স্টক এক্সচেঞ্জ শেয়ার ট্রেডিং করা হয়, সেগুলো হলো :
1. BSE (Bombay Stock Exchange)
ওয়েবসাইট লিঙ্ক : www.bseindia.com
2. NSE (National Stock Exchange)
ওয়েবসাইট লিঙ্ক : www.nseindia.com
বাংলাদেশ এর ক্ষেত্রে হলো :
1.Dhaka Stock Exchange
 ওয়েবসাইট লিঙ্ক : www.dsebd.org

Thursday, August 18, 2016

শেয়ার মার্কেট এ যে ভুল গুলো একদম করবেন না, সেগুলো জেনে নিন / The mistakes you should never do in stock market

আমি কাউকে মিসগাইড করতে চাই না এবং কিছু বেপার এ প্রথম এই সতর্ক করে দিতে চাই:

1. যদি শেয়ার এ অল্প দিনে খুব বেশি লাভ করে ফেলেন টাও শুধু শেয়ার
এর ভরসায় নিজের ফুল টাইম job বা business ছেড়ে এটা করবেন না

2 . একটা লিমিটেড প্রফিট হলে সময় বুঝে বেরিয়ে আসবেন সেই শেয়ার থেকে,
একেবারেই বেশি লোভ করবেন না যদি সেই শেয়ার এর উপর আপনার খুব ভরসা না থাকে

3. অন্যের টাকা নিয়ে শেয়ার এ লাগাবেন না

4. একটু লস এ চলে গেলেই খুব ভেঙে পড়বেন না বা লস বুক করে নেবেন না, patience  ই   হলো শেয়ার মার্কেট এ লাভ করার একমাত্র কীওয়ার্ড

5. আরেকটা খুব ইম্পরট্যান্ট পয়েন্ট হলো নিজের সেভিংস এর মাত্র 10%-20% ই শেয়ার ই ইনভেস্ট করবেন, নাহলে যদি কোনো ভাবে লস করে ফেলেন খুব বেশি কিছু এসে যাবে না.
6. শেয়ার মার্কেট  এ ইনভেস্ট টা এক টা শক এর মতো রাখবেন এটা কে প্লিজ নেশা বানিয়ে ফেলবেন না

7. সেই company ই গুলোর ই শেয়ার কিনবেন যেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন বাজার  এ চলছে, ছোট কোম্পানি তে ইনভেস্ট করে অনেক সময় লাভ বেশি হয় কিনতু একটা বোরো রিস্ক ফ্যাক্টর থেকে যায়

8. শেয়ার মার্কেট এ লাক ট্রাই করতে যাবেন না, লস এর মুখ দেখতে একেবারে সময় লাগবে না, মন কন্ট্রোল এ রেখে মাথা কাজে লাগাবেন, মনে রাখবেন এটা কিনতু সবচেয়ে শক্ত কাজ